বিনোদন ডেস্ক : ঈদের একটি টেলিফিল্মে অভিনয় করলেন চিত্রনায়ক ইমন। রাজিব হাসানের রচনা ও পরিচালনায় নীল কমল নামের টেলিফিল্মটির শূটিং সম্প্রতি শেষ হয়েছে। লোকগাথা নিয়ে নির্মিত এতে আরও অভিনয় করেছেন মৌসুমী হামিদ, শম্পা রেজা, প্রণব, জান্নাতুল মুন। প্রাচীন বাংলার রাজ্য চন্দ্রপট। সেই রাজ্যের রাজা চন্দ্রবল। রাজ্যে একই দিনে জন্ম নেয় দুই রাজপুত্র। একজন নীল কমল। যার জন্মের সময় মা মারা যায়। অন্যজন রানী ভবানী পুত্র লাল কমল। নীল কমল বুদ্ধি ও দয়ার সাগর। অন্যদিকে লাল কমল বাহু জোরে চলে। সবাই তাকে ভয় পায়। আরেক দিকে রাজ সিংহাসনের দাবিদার চন্দ্রপটের ছোট স্ত্রী পদ্মবতী। সে চায় দুই রাজপুত্র যেন সিংহাসনে বসতে না পারে। এমন জটিল অবস্থায় রাজ পুত্র নীল কমলকে বনবাসে পাঠানো হয় পাঁচ বছরের জন্য। জঙ্গলের নাম কালা জঙ্গল। এই জঙ্গলে রাক্ষসের রাজা বিরাট। তার একমাত্র কন্যা কামিনী। সে নীল কমলকে ধনুক বিদ্যা তীর বিদ্যাসহ যুদ্ধের আরও নানা বিষয়ে শিক্ষা দেয়। ধীরে ধীরে নীল কমল একজন শ্রেষ্ঠ যোদ্ধা হয়ে ওঠে। আর প্রেমে পড়ে কামিনী ও জঙ্গলের। এরকম একটি গল্প নিয়ে টেলিফিল্মটি নির্মিত হয়েছে। ঈদুল ফিতরে নাটকটি প্রচার হবে চ্যানেল আইতে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন