মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মৎস্য খাতে সাফল্য

মৎস্য সপ্তাহ উপলক্ষে সারা দেশে সংবাদ সম্মেলন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল সারা দেশে সংবাদ সম্মেলন করেছেন মৎস্য কর্মকর্তারা। তারা এসময় মৎস্য খাতে সরকারের অভাবনীয় সাফল্যের তথ্য তুলে ধরেন। এসময় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত

যশোর : যশোর জেলায় মাছ চাষ উৎপাদনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বর্তমানে জেলার চাহিদার চেয়ে প্রায় চার গুণ বেশি মাছ উৎপাদন হচ্ছে। তবে বিরূপ আবহাওয়ার কারণে চলতি বছর রেনু পোনা উৎপাদন গত বছরের তুলনায় কম হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান।

নাটোর : নাটোরে সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম স্বাগত বক্তব্য রাখেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছা. শরীফুন্নেছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন নাটোরের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম রাব্বি ।
নেত্রকোনা : নেত্রকোনা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সংবাদ সম্মেলনে জাতীয় মৎস্য সপ্তাহের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুরে ধরেন জেলা মৎস্য অফিসার দিলীপ কুমার সাহা।

মাগুরা : উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এ কে এম ওহিদুজ্জামান, জেলা মৎস্য জরীপ কর্মকর্তা সঞ্চিতা রানী কুন্ডু।
নওগাঁ : নওগাঁয় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। এসময় জেলা মৎস্য কর্মকর্তা মো. ফিরোজ আহম্মেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম।
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেওয়ান নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিমিয় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভ‚মি তাহমিনা আক্তার।

বরুড়া (কুমিল্লা) : বরুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) ও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ “বরুড়া উপজেলার জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন কর্মসূচী” পাঠ করেন।

বিরল (দিনাজপুর) : দিনাজপুরের বিরলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবীদ পূরবী রাণী রায়।

বোদা (পঞ্চগড়) : পঞ্চগড়ের বোদায় উপজেলা মৎস্য অফিসার মাহমুদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা জানান, চাঁদপুরের ফরিদগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা মৎস্য অফিস মো. শওকত আলী।
গজারিয়া (মুন্সীগঞ্জ) : গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদীর সুচনা বক্তব্যের মাধ্যমে মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
ঘাটাইল (টাঙ্গাইল) : ঘাটাইলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা আখতার তামান্ন।

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা জানান, ইন্দুরকানীতে সংবাদ সম্মেলন করেছেন মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল গফ্ফার ।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মৎস্য চাষ সম্পর্কে তথ্য তুলে ধরেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এ এসএম সানোয়ার রাসেল।

কলাপাড়া(পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহাসহ প্রমুখ।
কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ সাদিয়া রহমান সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
কমলনগর (ল²ীপুর) : উপজেলা মৎস্য অফিসে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দীন আহমেদ বাপ্পী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুসসহ প্রমুখ।

মাধবপুর (হবিগঞ্জ) : মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন।
মধুখালী (ফরিদপুর) : মধুখালীতে লিখিত তথ্য উপস্থাপন করেন উপজেলা মৎস্য স¤প্রসারণ কর্মকর্তা হালিমা খাতুন।
মংলা : উপজেলা পরিষদে এই বিষয় মিট দ্যা প্রেস করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান। সভার শুরুতে কর্মসূচি তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা(অ.দা.) এ জেড এম তৌহিদুর রহমান।
নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এম,এম পারভেজ।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : পাকুন্দিয়ায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ জিয়াউল হক জুয়েল ও ক্ষেত্র সহকারী শফিকুল ইসলামসহ প্রমুখ।
পার্বতীপুর (দিনাজপুর) : সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেহানুল হক।

রাজরহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে প্রেস ব্রিফিং করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আ. রহমান খান। এ সময় প্রধান অতিথি ছিলেন-রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মুহ. রাশেদুল হক প্রধান।

সীতাকুণ্ড(চট্টগ্রাম) : সীতাকুণ্ড উপজেলা সংবাদ সম্মেলন করেন উপজেলা সদ্য মৎস্য কর্মকর্তা মোঃ শামীম আহম্মদ।
সোনাইমুড়ী (নোয়াখালী) : নোয়াখালীর সোনাইমুড়ীতে সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তা মাইসুরা ইয়াসমিন মত বিনিময় করেন।
তিতাস (কুমিল্লা) : তিতাস উপজেলার মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন