প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করলেন অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। ওয়েব সিরিজে অভিনয় করতে পেরে মৌটুসী ছিলেন দারুণ উচ্ছ¡সিত। একজন অভিনয়শিল্পী যখন ভালো গল্প, ভালো চরিত্র, গুণী নির্মাতা, গুণী সহশিল্পী এবং সর্বোপরি ভালো একটি ইউনিটে কাজ করার সুযোগ পান তখন শূটিং-এর পুরো সময়টাই যেন শিল্পী তার কাজে মগ্ন থাকেন। তিনি উপলদ্ধি করতে পারেন একটি ভালো কাজ হতে যাচ্ছে। মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজে কাজ করতে গিয়ে মৌটুসীর এমইন মনে হয়েছে। ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজটির চিত্রনাট্য মেহেদী হাসান উজ্জ্বলেরই। এই ওয়েব সিরিজে মৌটুসী কাজ করছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, বিজরী বরকত উল্যাহ, ইন্তেখাব দিনার’র মতো গুণী অভিনয়শিল্পীদের সঙ্গে। ১০ পর্বের এই ওয়েব সিরিজে নিজের চরিত্র সম্পর্কে মৌটুসী বিশ^াস জানান, এতে আমার চরিত্রের নাম কমলা। তিনি একজন স্ট্রিট ম্যাজিশিয়ানের সহকারী হিসেবে কাজ করেন। এ চরিত্রে অভিনয় করতে গিয়ে অনেক ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করতে হয়েছে। একটি ভালো গল্পের ওয়েব সিরিজে কাজ করার জন্য বিগত বেশ কিছুদিন যাবত অপেক্ষা করেছি। সেই অপেক্ষারই ফল হিসেবে উজ্জ্বল ভাইয়ের নির্দেশনায় পাফ ড্যাডিতে কাজ করার সুযোগ পেলাম। অবশ্যই আমি অনেক খুশি কারণ এই ওয়েব সিরিজে অনেক গুণী শিল্পীদের সঙ্গে একত্রে কাজ করার সুযোগ পেয়েছি। তাছাড়া আমার কমলা চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র। শূটিং শুরুর সময়টাতে একটু নার্ভাস ছিলাম, তবে নিজের চরিত্রে নিজেকে যথাযথভাবে উপস্থাপন করতে আমার সর্বোচ্চ চেষ্টা ছিল। নি:সন্দেহে উজ্জ্বল ভাই একজন ভালো লেখক এবং পরিচালক।’ ঢাকার অদূরে মাওয়াতে শূটিং চলতি এই ওয়েব সিরিজের নির্মাণ শেষে আরো বেশকিছুদিন পর ওয়েব সিরিজটি একটি ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন