শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদের নাটকে রিয়াজ-সুমাইয়া শিমু

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রায় একযুগ আগে চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী সুমাইয়া শিমু একসঙ্গে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে প্রথম কাজ করেন। ইউরো অরেঞ্জ’র বিজ্ঞাপনে তারা দু’জন প্রথম একসঙ্গে কাজ করেন। বিজ্ঞাপনটি দর্শকের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। এরপর তারা দু’জন প্রথম একসঙ্গে নাটকে অভিনয় করেন এস এ হক অলিকের নির্দেশনায় ‘কুঁড়িয়ে পাওয়া সুখ’ নাটকে। তারপর ফেরদৌস হাসান রানা’সহ আরো বেশ কয়েকজন পরিচালকের নির্দেশনায় তাদের দু’জনকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে দেখা যায়। বেশ কয়েক বছর বিরতির পর তারা দু’জন আবারো অভিনয় করলেন দুটি ঈদ নাটকে। একটি নাটকের ঈদের শুটিং শেষ করেছেন গতকাল বৃহস্পতিবার। নাটকের নাম ‘ইরিনা’। এটি লিখেছেন তামজিদ রহমান এবং নির্মাণ করেছেন পারভেজ আমিন। দু’জন মানুষের একাকী থাকার গল্প নিয়ে নাটকটির গল্পের এগিয়ে চলা। তারপর দেখা হয় দু’জন মানুষের। একজন ইরিনা অন্যজন আমজাদ। নাটকটি আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। রিয়াজ বলেন,‘সুমাইয়া শিমু একজন শিক্ষিত অভিনেত্রী। খুব শান্তশিষ্ট চুপচাপ স্বভাবের একজন মানুষ। খুব ভালো একজন অভিনেত্রীও বটে। এমন অভিনেত্রীর সঙ্গে কাজ করেও ভালোলাগে। ইরিনা নাটকের গল্প খুব ভালোলেগেছে।’ সুমাইয়া শিমু বলেন, ‘রিয়াজ ভাইয়ের সঙ্গে যখন প্রথম কাজ করি তখন বলা যায় আমি নতুন। প্রথম কোন সুপারস্টারের সঙ্গে আমার কাজ করা। তাই ভয়ভীতি ছিল। কিন্তু তিনি এতটাই সহযোগিতা পরায়ণ ছিলেন যে আমার সেই ভীতি কেটে যায়। একজন শিল্পীর সঙ্গে ব্যক্তি সম্পর্ক ভালো হলে কাজের আউটপুটও যে অনেক ভালো হয় তা রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ করলে বুঝা যায়। অত্যন্ত ভালো মনের একজন মানুষ রিয়াজ ভাই।’ এদিকে রিয়াজ ও সুমাইয়া শিমু গত সপ্তাহে কবরীর নির্দেশনায় শেষ করেছেন ঈদ নাটক ‘ভালো থেকো’র কাজ। এটি রচনা করেছেন আকাশ রঞ্জন। আসছে ঈদে বাংলাভিশনে প্রচার হবে ‘ভালো থেকো’ নাটকটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন