শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

তারকাদের নিয়ে তানিয়া আহমেদের ফ্যাশনবিষয়ক অনুষ্ঠান লাক্স স্টাইলচেক

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : রোজার মাঝামাঝি থেকে একযোগে দেশের আঠারোটি চ্যানেলে প্রচার শুরু হবে তানিয়া আহমেদের পরিকল্পনা ও নির্দেশনায় নির্মিত ফ্যাশন ও মেকাপ সংশ্লিষ্ট বিষয়ক বিশেষ অনুষ্ঠান ‘লাক্স স্টাইলচেক’। দেশের সাংস্কৃতিক অঙ্গনের তারকারা এতে উপস্থিত হয়ে তাদের ফ্যাশন নিয়ে কথা বলবেন। দর্শকের কাছে ফ্যাশন ও মেকআপ সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরার জন্য অনুষ্ঠানটি নির্মিত হচ্ছে। অনুষ্ঠানটির দৃশ্য ধারণের কাজ গত শনিবার থেকে তেজগাঁওয়ের একটি স্টুডিওতে শুরু হয়েছে। অনুষ্ঠানটি নিয়ে নির্মাতা তানিয়া আহমেদ বলেন, ‘এখন তথ্য প্রযুক্তির যুগ। মানুষের হাতের মুঠোয় প্রযুক্তি। কিন্তু এটাও আবার সত্যি অনেকেই এই প্রযুক্তির সাথে অভ্যস্থ হয়ে উঠেননি। তাদের কথা বিবেচনায় রেখে বিশেষ করে মেয়েদের ফ্যাশন বিষয় নিয়ে অনুষ্ঠানটি নির্মাণ করছি। এতে তারকারা উপস্থিত থেকে তাদের ফ্যাশন বিষয়ক ভালোলাগা মন্দলাগা নিয়ে কথা বলবেন। আশা রাখি অনুষ্ঠানটি দর্শকের ভাল লাগবে।’ এদিকে তানিয়া আহমেদ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা এমনই হয়’ ঈদের পর মুক্তি পেতে পারে বলে জানান তিনি। এছাড়া তিনি নিয়মিত উপস্থাপনা করছেন আরটিভিতে প্রচার চলতি ম্যাগাজিন অনুষ্ঠান ‘আমি আর মা’র। এদিকে ‘ফেয়ার অ্যান্ড লাভলী ম্যান চ্যানেল আই হিরো-পাওয়ারড বাই বাংলাদেশ আর্মি’র প্রধান বিচারক হিসেবেও তিনি কাজ করছেন। এখন তানিয়া আহমেদ যেসব ধারাবাহিক নাটকে কাজ করছেন সেগুলো হচ্ছে রাজীবুল ইসলাম রাজীবের ‘বারো ঘরের এক উঠান’, রহমতুল্লাহ তুহিনের ‘কক্ষ নম্বর ৫২’। এছাড়া আরটিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে সাগর জাহানের ‘এই কুলে আমি আর ঐ কুলে তুমি’ ও আল হাজেন’র ‘অলসপুর’। উল্লেখ্য এই নিয়ে তৃতীয়বারের মতো ‘লাক্স স্টাইলচেক’ নির্মাণ করছেন তানিয়া আহমেদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন