শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

লিওনার্ডো ডিক্যাপ্ররিওতে মুগ্ধ ব্র্যাড পিট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

কুয়েন্টিন ট্যারান্টিনোর ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’ চলচ্চিত্রে কাজ করতে গিয়ে অভিনেতা লিওনার্ডো ডিক্যাপরিও তার দুই সহশিল্পী ব্র্যাড পিট এবং মারগট রবিকে রীতিমত মুগ্ধ করে ফেলেছেন। ১৯৬৯ সালে লস অ্যাঞ্জেলেসের পটভূমিতে নির্মিত চলচ্চিত্রটিতে ডিক্যাপরিও এক পড়তি ক্যারিয়ারের টিভি অভিনেতা রিক ডাল্টনের ভূমিকায় অভিনয় করেছেন। ট্রেইলারের এক অংশে দেখা যায় ডিক্যাপরিওর চরিত্রটি মানসিকভাবে ভেঙে পড়েছে, বস্তুত তিনি নিজেই এই দৃশ্যটি ইমপ্রোভাইজ করেছেন তাতে উপস্থিত সহশিল্পী কুশলীরা মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে। ডিক্যাপরিও, পিট ও রবির সঙ্গে এক যুক্ত সাক্ষাতাকারে ট্যারান্টিনো বলেন, “পুরো দৃশ্যটিই ছিল ইমপ্রোভাইজড, চিত্রনাট্যে লেখা ছিল না।” ডাল্টনের স্টান্ট ডাবল ক্লিফ বুথ চরিত্রের অভিনেতা পিট এই ইমপ্রোভাইজেশনে মুগ্ধ হয়ে বলেন, “আর আমি নিজের মত প্রকাশ করে বলব, কোনও চলচ্চিত্রে আমার দেখা কোনও চলচ্চিত্রে সেরা মানসিক বিপর্যয়ের অভিব্যক্তি।” ১৯৬৯ সালে চার্লস ম্যানসন গ্যাংয়ের হাতে নিহত শ্যারন টেটের চরিত্র রূপায়নকারী রবি বলেন, “আসলেও দারুণ।” “আমি যখনও তার (টেটের) নাম শুনেছি তার খুন হবার কথা মনে এসেছে তিনি যখন জীবিত ছিলেন তখনকার সময়ে তার কিছুই দেখিনি,” রবি বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন