শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

লেখক হিসেবে মন্দিরা বেদির আত্মপ্রকাশ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

অভিনেত্রী ও টিভি ব্যক্তিত্ব মন্দিরা বেদি তার স্মৃতিকথা লেখার কাজ শুরু করেছেন। তিনি জানিয়েছেন ‘হ্যাপি ফর নো রিজন’ বইটি আগামী বছর প্রকাশিত হবে। “গত ২৫ বছর বিনোদন জগতে আমার জীবনে অনেক অলৌকিক ও পবিত্র অধ্যায় দেখেছি সে জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। প্রবাহের সঙ্গে চলে আমি জীবন যাপন করেছ, আর এতে আমি যে লক্ষ্য অর্জনের আশা করেছি তা অর্জন করেছি.. নিজের মধ্যে সুখী থারা লক্ষ্য,” লেখক হিসেবে কাজ করা শুরু করে মন্দিরা বলেন। “আমি যে প্রতিদিন ঘুম থেকে জেগে উঠি তার প্রতিটি দিন হিসাব করেই আমার অনেক দিনের প্রত্যাশা আর উদ্দেশ্যের বাস্তব রূপ হল ‘হ্যাপি ফর নো রিজন’। এছাড়াও প্রকাশনা সংস্থা পেঙ্গুইন আমাকে স্মৃতিকথা লেখার জন্য প্রস্তাব দিলে আমি স্বপ্নের কাছাকাছি পৌঁছে যাই। যখন কোনও মানুষ তার জীবনের সবচেয়ে ভাল অবস্থানে থাকে তখনও কল্পনা করা যায় এর চেয়ে ভাল কী হতে পারে বা কোথায় পৌঁছা যায়,” মন্দিরা বেদি (৪৭) বলেন। মন্দিরা জানিয়েছেন তার এই স্মৃতিকথায় স্বামী রাজ কৌশলের সঙ্গে ঘর করা সন্তান বীর কৌশলের জন্ম লালনপালন, ফিট থাকা এবং কাজ ও ঘরকন্নায় ভারসাম্য রাখার বিষয়গুলো প্রাধান্য পাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন