সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

ভূমি অফিসগুলোর দিকে নজর দিন

চিঠিপত্র

রুম্মান আহমদ চৌধুরী | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

বাংলাদেশের প্রথম সারির মানুষ থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের গরিব লোকদেরও জায়গা-জমি আছে। শত বিঘার মালিকের সঙ্গে আছে শতাংশ পরিমাণ জমির মালিক। সবাইকে বিভিন্ন প্রয়োজনে ভূমি অফিসে যেতে হয়। কোনো মানুষের কাছে যদি সাবেক দাগ ও এসএ রেকর্ড থাকে, মাঠ জরিপের কাগজ থাকে না, তার পুরনো দাগ নম্বর দিয়ে হাল দাগ জানতে পারা এবং রেকর্ডের কাগজ বের করতে পারার কথা। কিন্তু তা আর হচ্ছে না। জমিজমা সংক্রান্ত প্রতিটি কাজেই দুর্নীতি হয়। এসএ রেকর্ড, মাঠ জরিপ, ডিপি পর্চা ও হেয়ারিং-সংক্রান্ত কাগজগুলো তুলতে হলে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে তোলার ব্যবস্থা রয়েছে। কিন্তু তা কতটুকু কার্যকর? দেশের নাগরিকরা যাতে সহজভাবে দুর্নীতি ছাড়া সেবা পায়, সেই ব্যবস্থা করা প্রয়োজন। এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজর আশা করছি।
জকিগঞ্জ, সিলেট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
M.ISMAIL K AHMED ২৫ জুলাই, ২০১৯, ১২:১৪ পিএম says : 0
much be need necessary arrangement for that pls.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন