বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

দ্য লাস্ট পোস্ট অফিস মেলবোর্নে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা অং রাখাইনের দ্য লাস্ট পোস্ট অফিস স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি এ বছর মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে। ১ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে উৎসবটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের উৎসবে দ্য লাস্ট পোস্ট অফিস ইন্টারন্যাশনাল শর্টস বিভাগে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে এবং প্রতিযোগিতায় চলচ্চিত্রটি ৭ ও ৯ আগস্ট প্রদর্শিত হবে। দ্য লাস্ট পোস্ট অফিসের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার, শাহরিয়ার ফেরদৌস সজীব ও অশোক ব্যাপারী। এর গল্প লিখেছেন রাজীব রাফি। প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজের ব্যানারে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। প্রযোজনা করেছেন রুবাইয়াত হোসেন ও আদনান ইমতিয়াজ আহমেদ। অং রাখাইন বলেন, আমাদের দেশের পোস্ট অফিস ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। চিঠির আদান প্রদান নেই বললেই চলে। আমার স্বল্পদৈর্ঘ্যটিতে বিলুপ্তির পথে থাকা এমন একটি পোস্ট অফিসকে দেখানো হয়েছে। নিজেদের অস্তিত্ব সংকটের কথা জেনেও যেখানে দুজন পোস্টমাস্টার ও ডাকপিয়ন মনের আনন্দে কাজ করে যায়।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন