কখনো কারো কাছে মাথানত করেন না বলে দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বিদেশে ‘ভিক্ষা করার’ অভিযোগও প্রত্যাখ্যান করেছেন। এর আগে বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি অভিযোগ করেন, ইমরান খান যুক্তরাষ্ট্র সফরে জাতিকে বিব্রতকর অবস্থায় ফেলেছেন। ইমরান খান তিন দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে ইসলামাবাদ বিমানবন্দরে অকবতরণ করে সমবেতদের উদ্দেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, আমি কারো কাছে মাথা নতও করিনি। আমার দেশকেও মাথা নত করতে দেবো না। আমরা আত্মমর্যাদাশীল জাতি। আমার লড়াই হলো পাকিস্তানকে বিশ্বের অন্যতম একটি মহান দেশে পরিণত করা।
এটা করা হবে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দেখানো মূলনীতির ওপর ভিত্তি করে, এ নীতির ওপরই মদিনা প্রতিষ্ঠিত হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
ওদিকে এ সপ্তাহের শুরুতে ইমরান খানের সমালোচনা করেন বিলাওয়াল ভুট্টো। তিনি বলেন, ইমরান একজন শাসক। তিনি কোনো নেতা নন। পাকিস্তানে এমন একজন নেতা প্রয়োজন, যিনি নিজের কথা নয় বলবেন সব পাকিস্তানির কথা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন