শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অভিনয়ে গভীর প্রেম নেই : মেগান ফক্স

প্রকাশের সময় : ৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

‘ট্রান্সফর্মার্স’ তারকা মেগান ফক্স জানিয়েছেন তিনি তখনই উপভোগ করেন যখন তাতে প্রচুর উত্তেজনা আর রোমাঞ্চ থাকে।
বর্তমানে তালিকার শীর্ষের চলচ্চিত্র ‘টিনএইজ মিউটেন্ট নিনজা টার্টলস : আউট অফ দ্য শ্যাডোজ’-এ ৩০ বছর বয়সী অভিনেত্রীটি সাংবাদিক এপ্রিল ও’নিলের ভূমিকায় অভিনয় করেছেন। এই চলচ্চিত্রটিতে তিনি কম্পিউটার জেনারেটেড চরিত্রের সঙ্গে তিনি একাধিক স্টান্ট দৃশ্যে কাজ করেছেন।
মেগান জানান, সিরিয়াস ধরনের চলচ্চিত্রের চেয়ে তিনি কমিক বইভিত্তিক চলচ্চিত্রে কাজ করেই বেশি আনন্দ লাভ করেন।
“সত্যি কথা বলতে আমি অভিনয়ের প্রতি আমার গভীর প্রেম নেই। আমার সেটে থাকা বা চলচ্চিত্রের অভিনয় করাকে আমি কখনও যথার্থ ভাবতে পারি না। এসব চলচ্চিত্রে কাজ করে আমি অনেক আনন্দ পেয়েছি তা ঠিক, তবে তার আমার ভেতরের সত্তার বহিঃপ্রকাশ নয়,” তিনি বলেন।
তিনি জানান, অভিনয়সমৃদ্ধ ভ‚মিকা খুব উপভোগ করেন না তিনি আর ‘টিনএইজ মিউটেন্ট নিনজা টার্টলস’-এর মত চলচ্চিত্রে উত্তেজনা থাকে বলে তা তার জন্য সবসময় উপভোগ্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন