বিনোদন ডেস্ক : ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্রী প্রতিশ্রুতিশীল আবৃত্তি শিল্পী আমরিন মস্তিষ্ক সংক্রান্ত জটিল রোগে আক্রান্ত হয়ে রাজধানীর মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসক তার মস্তিষ্কে টিবি হয়েছে বলে ধারণা করছেন। দীর্ঘদিন ধরে চিকিৎসা চালায় আমরিনের পরিবার এখন কপর্দকশূন্য। এ অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে আমরিনের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য হৃদয়বান মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সকল সংস্থা ও প্রতিষ্ঠানের কাছে অনুরোধ জানানো হয়েছে। সাহায্য পাঠাতে হবে, খান রেজবুল কবির, একাউন্ট নং ১১৮২০০১৮২২৯৪২, ন্যাশনাল ব্যাংক, সোনারগাঁও জনপদ শাখায় আর ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলে, নুর উল্লাহ খান (আমরিনের বাবা), ফোন নং ১৯১১৭৭৩৯১৬ ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন