স্টাফ রিপোর্টার : চলতি প্রজন্মের সংগীতশিল্পীদের বড়সড় একটা মিলনমেলা হয়ে গেল। অডিও-ভিডিও প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি’র কার্যালয়ে অনুষ্ঠিত হয় দুটি অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অ্যালবাম দুটি হলো জিয়া উদ্দিন আলমের আয়োজনে মিশ্র অ্যালবাম ‘প্রেম দিওয়ানা’ এবং সুমন কল্যানের সংগীতে রিংকু-কাজী শুভ’র দ্বৈত ‘পাপ পূণ্য’। উক্ত অনুষ্ঠানে সিএমভি কর্ণধার এসকে শাহেদ আলীর আমন্ত্রণে সামিল হয়েছেন শফিক তুহিন, সুমন কল্যান, জয় শাহরিয়ার, বেলাল খান, রিংকু, রুমি, কিশোর, এফএ সুমন, কাজী শুভ, ইলিয়াস হোসেন, আহমেদ হুমায়ুনসহ আরও অনেকে। অনুষ্ঠানে দু’টি অ্যালবামের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন ছাড়াও ছিলো আগত অতিথিদের অংশগ্রহণে সিএমভি’র ফেসবুক পেইজ থেকে লাইভ স্ট্রিমিং এর মতো ভিন্ন মাত্রার আয়োজন। যেখানে এ প্রজন্মের তারকা শিল্পীরা সরাসরি কথা বলেছেন ফেসবুক ভক্তদের সঙ্গে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন