শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আমদানি করা হচ্ছে কলকাতার নতুন সিনেমা : ঈদে মুক্তি দেয়া হবে

প্রকাশের সময় : ৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এবার কলকাতার নতুন সিনেমা ঈদ ও তার পরবর্তী সময়ে মুক্তি দেয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করা হয়েছে। এতদিন কলকাতার পুরনো সিনেমা মুক্তি দেয়া হয়েছে। এবার নতুন সিনেমা মুক্তি দেয়া হবে। জানা যায়, কলকাতার নতুন চারটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে। কলকাতায়ও সঙ্গে একই সময়ে মুক্তি পাবে। সিনেমাগুলোর আমদানিকারক প্রতিষ্ঠান আরাধনা এন্টারপ্রাইজের কর্ণধার কার্তিক দে এ খবর জানিয়েছেন। যে চারটি সিনেমা আমদানি করা হচ্ছে তার মধ্যে রয়েছে রাজা চন্দ্র পরিচালিত প্রেমের গোলমাল, রাজীব কুমার পরিচালিত লাভ এক্সপ্রেস, সৃজিত মুখোপ্যাধায় পরিচালিত জুলফিকার এবং কমেলেশ্বর পরিচালিত চাঁদের পাহাড়-২। কার্তিক দে জানিয়েছেন, প্রেমের গোলমামাল মুক্তি পাবে এবারের ঈদে। এছাড়া লাভ এক্সপ্রেস ১২ আগস্ট, জুলফিকার ৭ অক্টোবর ও চাঁদের পাহাড় ২৬ ডিসেম্বর মুক্তি পাবে। ভারতীয় সিনেমা আমদানি প্রসঙ্গে কার্তিক দে বলেন, ২০১২ সালের জাতীয় আমদানি-রফতানির নীতিমালা অনুযায়ী আমরা সিনেমাগুলো আমদানি করছি। বিনিময়ে আমরা বাংলাদেশ থেকেও নতুন চারটি সিনেমা রফতানি করব এবং একই সময়ে মুক্তি দেব। তবে বাংলাদেশের সিনেমাগুলোর নাম জানাতে পারেননি তিনি। উল্লেখ্য, এর আগে ইন-ইউন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান কলকাতার পুরনো সিনেমা বদলা, সংগ্রাম, বলিউডের ওয়ান্টেড, থ্রি ইডিয়ডস, তারে জামিন পার, ধুম-২সহ নয়টি সিনেমা আমদানি করে। এসব সিনেমা বাংলাদেশে খুব একটা সুবিধা করতে পারেনি। মুক্তির ২-৩ দিন পরেই হল থেকে নামিয়ে দেয়া হয়েছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন