স্টাফ রিপোর্টার : কলকাতার সিনেমায় ব্যস্ত হয়ে উঠছেন শাকিব। কলকাতার সিনেমার পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনার সিনেমায়ও অভিনয় করতে যাচ্ছেন। ফলে এখন তাকে প্রায় নিয়মিতই ঢাকা টু কলকাতা যেতে আসতে হচ্ছে। লন্ডনে শিকারী নামে একটি সিনেমার শূটিং শেষে দেশে ফিরেই হুট করে গত বৃহ¯পতিবার রাতে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন। জানা যায়, কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ডাকে শাকিব সেখানে গিয়েছেন। প্রযোজনা সংস্থাটি বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনার নতুন একটি সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছে। সিনেমাটির শুটিং ১৭ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এতে শকিব অভিনয় করবেন বলে জানা যায়। এছাড়া কলকাতার স্থানীয় সিনেমায়ও তার অভিনয় করার কথা রয়েছে। কলকাতার এসকে মুভিজের নতুন তিনটি সিনেমায়ও তাকে দেখা যাবে। অবস্থা পরিদৃষ্টে মনে হচ্ছে, কলকাতার সিনেমায় ব্যস্ত হওয়ার জন্য শাকিব বেশ দৌড়ঝাঁপ শুরু করেছেন। অন্যদিকে দেশের নির্মাতাদের অনেকের শিডিউল ফাঁসিয়ে তাদের চরম বিপর্যস্তকর অবস্থার মধ্যে ফেলে রেখেছেন। অথচ এই শাকিবই যৌথ প্রযোজনার সিনেমার বিরুদ্ধে মাথায় কাফনের কাপড় পড়ে রাস্তায় মিছিল করেছেন। তার এই কর্মকাÐ দেখে ভারতীয় হাইকমিশন তাকে এক সময় ভিসা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল বলে জানা যায়। এখন দেখা যাচ্ছে, শাকিব দেশের সিনেমার প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করে কলকাতার সিনেমায় ব্যস্ত এবং যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণের জন্য সবচেয়ে বেশি আগ্রহী হয়ে উঠেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন