শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শিবলী মোহাম্মদের পরিচালনায় বীরযু মহারাজ ঘরানার নাচ

প্রকাশের সময় : ৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রে কত্থক নৃত্যের ব্যবহার করে বাণিজ্যিক ছবি যেমন সফল হয়েছে তেমনি কত্থক নৃত্য নিম্নবিত্ত থেকে উচ্চবিত্তে সমাদৃত হয়েছে। বীরযু মহারাজের পূর্বসূরি লাচ্ছো মহারাজ পরিচালিত ‘মোগলে আজম’, ‘পাকিজা’ এবং লাক্ষেèৗ ঘরানার কয়েকজন গুণী নৃত্য পরিচালক এবং স্বয়ং বীরযু মহারাজের পরিচালনায়, সত্যাজিত রায় পরিচালিত ‘সাতরঞ্জ কে খিলাড়ী’সহ ‘বাজিরাও মাস্তানী’, ‘দেবদাস’-এসব চলচ্চিত্রের নৃত্যগুলোকে নতুনভাবে উপস্থাপনা করেছেন বীরযু মহারাজের সুযোগ্য শিষ্য শিবলী মোহাম্মদ। নূপুর বোজে যায় নামে ঈদের বিশেষ এই অনুষ্ঠানে জনপ্রিয় নৃত্য পরিচালক শিবলী মোহাম্মদের সাক্ষাৎকার নিয়েছেন বিশিষ্ট নৃত্যশিল্পী শামীম আরা নীপা। স¤প্রতি এই অনুষ্ঠানের শুটিং সম্পন্ন হয়েছে বিএফডিসির ৪ নম্বর ফ্লোরে। ঈদে বাংলাভিশনে প্রচার হবে নৃত্যানুষ্ঠানটি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রেজা ইসলাম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন