রিডলি স্কটের কাল্ট ক্লাসিক ‘ব্লেড রানার’ ফিল্মের প্রধান তারকাদের অন্যতম রুতগার হাওয়ার মৃত্যু বরণ করেছেন। তার এইচআইভি/এইডস বিষয়ক দাতব্য সংস্থা রুতগার হাওয়ার স্টারফিশ অ্যাসোসিয়েশন জানিয়েছে অল্পদিন রোগভোগের পর গত ১৯ জুলাই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ৭৫ বছর বয়সে তিনি তার নেদারল্যান্ডের বাড়িতে মারা যান। ‘সোলজার অফ অরেঞ্জ’ (১৯৭৭) এবং ‘টার্কিশ ডিলাইট’ (১৯৭৩) ফিল্ম দুটির অভিনয়ে তিনি ইতোমধ্যেই খ্যাতি পেলেও ‘ব্লেড রানার’ (১৯৮২) ফিল্মে পলাতক নেক্সাস-৬ রেপ্লিকেন্ট রয় ব্যাটির অভিনয় করেই তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। বিশেষ করে চলচ্চিত্রটির ক্লাইম্যাক্স দৃশ্য ‘টিয়ার্স ইন দ্য রেইন’-এর একক সংলাপটি চিরস্মরণীয় হয়ে আছে। এই বর্ষণস্নাত দৃশ্যেই জেনেটিক প্রযুক্তিতে সৃষ্ট রয়ের মৃত্যু হয় চার বছরের নির্ধারিত আয়ুর পর। ‘ব্লেড রানার’ ফিল্মটির সিকুয়েল ‘ব্লেড রানার টোয়েন্টি ফর্টিনাইন’ ২০১৭তে মুক্তি পায়; দ্যনি ভিলনভের পরিচালনায় এতে অভিনয় করেছেন রায়েন গসলিং এবং হ্যারিসন ফোর্ড। হলিউডের চলচ্চিত্র ব্যক্তিত্বদের মধ্যে যারা এই ওলন্দাজ বংশোদ্ভূত অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাদের মধ্যে আছেন- পরিচালক গিয়ের্মো দেল তোরো, অভিনেতা স্যাম নিল, পরিচালক রবার্ট রডরিগেজ, অভিনেতা ভিনসেন্ট ডি’অনোফ্রিয়ো, অভিনেতা বিলি ডি উইলিয়ামস এবং অন্যরা। মৃত্যুকালে হাওয়ার স্ত্রী ও কন্যাকে রেখে গেছেন। তিনি ইনেকে তেন কেইটকে ৫০ বছর আগে বিয়ে করেন। তার আগের সংসারের কন্যা হলেন আয়শা হাওয়ার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন