ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত বেনাপোলের বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী মেহেরুল্লাহর মেয়ে রুমানা ইয়াসমিন(২৫) চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে মারা গেছেন।
রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রুমানা বেনাপোল সিএন্ডএফ ব্যবসায়ী মেহেরুল্লাহর মেয়ে এবং ঢাকাস্হ বেনাপোল সমিতির উপদেষ্টা জামসেদ আলীর স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, রুমানা ঢাকাতে দীর্ঘদিন বসবাস করে আসছেন।সেখানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা গত ১০ জুলাই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ দিন পর তিনি মারা যান।
রুমানার মৃত্যুর পর আজ তার লাশ বেনাপোলস্থ বাবার বাড়ি সাদিপুর গ্রামে আনা হয়। সেখানে আসর বাদ নামাজে জানাজা শেষে তার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
মহসিন মিলন। বেনাপোল অফিস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন