শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নুসরাত হত্যা মামলা-- জেল সুপারসহ ৭ জনের সাক্ষ্যগ্রহণ

ফেনী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৯, ১২:০১ এএম


ফেনীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় গতকাল ফেনীর জেল সুপারসহ ৭ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।
ফেনী জেলা জজ আদালতের পিপি হাফেজ আহাম্মদ জানান, গতকাল রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে ৭ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।
এই দিন মোশাররফ হোসেন, গোলাম মাওলা, মনির হোসেন, জেলা সুপার রফিকুল কাদের, কারারক্ষী মো. শাহনেওয়াজ, মো. রিপন ও ছবিরঞ্জন ত্রিপুরা আদালতে সাক্ষ্য দিয়েছেন। এর আগে নুসরাত হত্যা মামলার ১৬ আসামিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে হাজির করা হয়। এ মামলায় ৯২ জন সাক্ষীর মধ্যে ৫৮ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোয়াজ্জেম হোসেন সজীব ২৯ জুলাই, ২০১৯, ৩:৩৮ পিএম says : 0
প্রত্যেকের ফাঁসি চাই
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন