রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা চূড়ান্ত পর্যায়ে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

মিস্টার ওয়ার্ল্ড প্রতিযোগিতার বাংলাদেশ পর্ব থেকে কে চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা করবে তা চূড়ান্ত হবে আগামী বৃহস্পতিবার। ইতোমধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারি সেরা দশ জনকে নির্বাচিত করা হয়েছে। এদের মধ্য থেকে মিস্টার ওয়ার্ল্ড চূড়ান্ত করা হবে। দশ প্রতিযোগীর মধ্যে রয়েছেন, আহসান রাজ, হানিফ, এ. রব, জয়তু চৌধুরী, মাহাদী হাসান ফাহিম, হামজা খান চৌধুরী, জুবায়ের খান, রাসেল আহম্মেদ, মেহেদী হাসান এবং সুজন ইসলাম। বৃহ¯পতিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে সন্ধ্যা ৬টায় আয়োজন করা হয়েছে সজীব গ্রæপ মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন মডেল অভিনেতা সানজন, মডেল প্রিন্স এবং ওয়াল মার্টের ফ্যাশন ডিজাইনার আব্দুল­াহ আল মামুন। উপস্থাপনায় থাকছেন আরজে সায়েম। প্রতিযোগিতার মুল আয়োজনে প্রধান বিচারকরে দায়িত্ব পালন করবেন বুত্থান মার্শাল আর্টসের জনক বজ্রপ্রাণ ধ্যান-সাধনা পদ্ধতির প্রতিষ্ঠাতা ড. ম্যাক ইউরী, প্রখ্যাত চলচ্চিত্র নায়ক খসরু এবং ইন্টারন্যাশনাল র‌্যা¤প মডেল আসিফ অজিম। প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী জানান, সারাদেশ থেকে প্রায় ছয় হাজার প্রতিযোগী থেকে বিভিন্ন ধাপে বাছাই শেষে সেরা দশ জন বাছাই করা হয়েছে। বিভিন্ন গ্রæমিং শেষে এখন চলছে তাদের মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার লড়াই। এ প্রতিযোগিতায় ১৮ থেকে ২৫ বছরের অবিবাহিত যুবকরা অংশ নেন। এ আয়োজনের চ্যা¤িপয়ন আগস্টের শেষ ভাগে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিতব্য মিস্টার ওয়ার্ল্ড-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। মিস্টার ওয়ার্ল্ড প্রতিযোগিতায় এখন পর্যন্ত ৭২টি দেশের প্রতিনিধি চ‚ড়ান্ত হয়েছে। বাংলাদেশসহ আরও ৩২টি দেশ তাদের প্রতিনিধি নির্বাচনে প্রক্রিয়াধীন। প্রতিযোগিতা শুরু হবে আগামী ২৩ আগস্ট থেকে। এর আগে দক্ষিণ এশিয়া থেকে ২০১৬ সালে চ্যা¤িপয়ন হয়েছিলেন ভারতের হায়দরাবাদের মডেল ও অভিনেতা রোহিত খন্ডেলওয়াল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন