সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশের এস আই ভূঞাপুরের কোহিনুরের

ভূঞাপুর (টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ১১:১৫ এএম | আপডেট : ৩:২৭ পিএম, ৩১ জুলাই, ২০১৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পুলিশের এস আই ভূঞাপুরের কোহিনুরের (৩৩) মৃত্যু হয়েছে। আক্রান্ত অবস্থায় প্রথমে রাজারবাগ পুলিশলাইনস হাসপাতালে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে মোহাম্মদপুর সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার (৩১জুলাই) রাজারবাগ পুলিশলাইনসে সকাল সাড়ে ৯টায় তার প্রথম জানাজা এবং তার গ্রামের বাড়ি ভূঞাপুরের অর্জুনায় দ্বিতীয় জানাজা শেষে অর্জুনা পুর্বপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এসআই কোহিনুরের সর্বশেষ কর্মস্থল ছিল পুলিশের স্পেশাল ব্রাঞ্চে।

পারিবারিক সূত্রে জানা যায়, কোহিনুর সিটি হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিলেন। ডেঙ্গু আক্রান্ত কোহিনুরকে গুরুতর অবস্থায় সোমবার রাত সাড়ে নয়টার দিকে সিটি হাসপাতালে ভর্তি করা হয়। শুরু থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ক্রমেই তার অবস্থার অবনতি হয়। মঙ্গলবার রাত ২ টার দিকে কোহিনুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।এসআই কোহিনূরের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা গ্রামে। তার বাবা আব্দুস ছালাম, স্বামী জহির উদ্দিন প্রাণ কোম্পানীতে কর্মরত। তাহিয়া নামে ১৮ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন