ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাদারীপুরের কালকিনি উপজেলা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গু জ্বরে জেলায় মোট তিন জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে শিবচর উপজেলার ফারুক খান (২২) নামে এক যুবক গত ৩১ জুলাই ঢাকা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি গত ২৪ জুলাই জ্বরে আক্রান্ত হয়ে শিবচর হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার শারমিন আক্তার (২২) নামের এক তরুণী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি ৩০ জুলাই দুপুরে মারা যান।
সবশেষ গতকাল শুক্রবার রাতে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় নাদিরা আক্তার নামের এক গৃহবধূ মারা যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে জায়গা না পেয়ে শুক্রবার সন্ধ্যায় তাকে ফের কালকিনি হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে রাতে তিনি মারা যান।
এনিয়ে গত ১ সপ্তাহে মাদারীপুরে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেলো। এছাড়া প্রতিদিনই জ্বরে আক্রান্ত হয়ে জেলার হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন রোগীরা।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইমরানুর রহমান সনেট বলেন, জেলায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। যাদের অবস্থা গুরুতর তাদের প্রত্যেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাবার পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের তরলজাত খাবারের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শও দেয়া হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন