রণিত রায় এখন ‘আদালত’ সিরিজের দ্বিতীয় মৌসুমে কেন্দ্রীয় ভ‚মিকায় ফিরেছেন। তিনি জানিয়েছেন, একটি চ্যানেলের সঙ্গে তার আলাপ চলছে। এই আলাপ যদি চ‚ড়ান্ত হয় তাহলে তিনি পরিচালক বা প্রযোজক হিসেবে ক্যামেরার পেছনে কাজ করবেন।
“এই টিভি চ্যানেলের সঙ্গে আমার চুক্তি পাকা হলে আমি স্বয়ংক্রিয়ভাবেই পরিচালক বা প্রযোজক হিসেবে উত্তীর্ণ হব... তা ঘটা পর্যন্ত আমি সিরিয়াল থেকে দূরে থাকব,” রণিত বলেন।
অভিনেতাটি বলেছেন : “আমি চ্যানেলের সঙ্গে আলাপ করেছি। তারা আমি যেহেতু বিনিয়োগ করছি তারা তত্ত¡াবধানের পুরো দায়িত্ব আমাকে দেবে। আমার তত্ত¡াবধানের ব্যাপারটি তারা মেনে নিয়েছে।” তিনি অবশ্য কোন ধরনের শো নিয়ে কাজ করবেন তা প্রকাশ করেননি।
রণিত রায় কসৌটি জিন্দেগি কে’, ‘কিউঁকি সাস ভি কাভি বহু থি’র মত সিরিয়ালে অভিনয় করেছেন। এছাড়া, ‘উড়ান’, ‘আগলি’ এবং ‘গুড্ডু রঙ্গিলা’ চলচ্চিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে।
৫০ বছর বয়সী অভিনেতাটি মনে করেন টিভিতে এমন অনেক অভিনয়শিল্পী আছেন যারা বিশ্বাস করে এই মাধ্যমে খুব পুনরাবৃত্তি ঘটছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন