বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রথমবার একসঙ্গে গাইলেন ইমন টিপু ও রুমি

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

বিটিভির নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর ঈদের পর্বের নির্মাণ কাজ চলছে। এবারের অনুষ্ঠানটি ভিন্ন আঙ্গিকে তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। ঈদের বিশেষ পরিবর্তনের জন্য তৈরি করা হয়েছে একটি গান। গানের শিরোনাম ‘বাংলার ঠোঁটে হেসে উঠে, শান্তির সূর্যোদয়, লাল সবুজের পতাকা আজ, উড়ছে সারা বিশ্বময়, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ সোনার বাংলাদেশ’- এমন কথার গানটি লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছে ইবরার টিপু। গানটি গেয়েছেন জনপ্রিয় তিন সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন, ইবরার টিপু ও আরফিন রুমি। এই প্রথম কোনো টেলিভিশন অনুষ্ঠানে একসঙ্গে তারা গাইলেন। সাহরিয়ার মো. হাসানের প্রযোজনায় আনজাম মাসুদের উপস্থাপনা ও নির্দেশনায় পরিবর্তন প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজী সংবাদের পর। গানটি প্রসঙ্গে আনজাম মাসুদ বলেন, ‘তিন সঙ্গীত পরিচালককে নিয়ে প্রথমবার গান করলাম। আশা করি সবার ভালো লাগবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন