সাম্প্রতিক ‘নিল বাট্টে সান্নাটা’ চলচ্চিত্রে স্বরা ভাস্করের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে যেমন প্রশংসা পেয়েছে চলচ্চিত্রটি। এখন তিনি তার আগামী চলচ্চিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই চলচ্চিত্রটির জন্য তাকে নাচতে হবে। এমনিতে তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী; এখন তিনি তার জানা কলাটিকে শানিয়ে নিচ্ছেন।
স্বরা ভারতনাট্যমে প্রশিক্ষণপ্রাপ্ত। মাত্র সাত বছর বয়সে তিনি নাচে শেখা শুরু করেন। দুয়েকটি চলচ্চিত্রে তিনি নাচার সুযোগ পেলেও ব্যাপকভাবে তার তিনি দার দক্ষতা প্রদর্শন করতে পারেননি। এবার তিনি এই সুযোগটি পেয়ে গেছেন। আর তাই একেবারে কোমর বেঁধে নেমেছেন।
প্রতিবেদন থেকে জানা গেছে এই চলচ্চিত্রটিতে তাকে একাধিক দৃশ্যে নৃত্য পারফর্ম করতে দেখা যাবে। একসময় তিনি সপ্তাহে নিয়মিত তিনদিন নাচের ক্লাসে অংশ নিতেন। কিন্তু তার গুরু লীলা স্যামসন চেন্নাই চলে গেলে তা বন্ধ হয়ে যায়। এখন তিনি অন্যান্য প্রশিক্ষকদের সঙ্গে যোগাযোগ করছেন এবং এরইমধ্যে তাদের তত্ত¡াবধানে প্রশিক্ষণ নিতে শুরু করেছেন। এর ফলে তিনি তার আশৈশব ভালোবাসার জগতে ফিরে যেতে পেরেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন