বিনোদন ডেস্ক : বাংলাদেশের অন্যতম সেরা আট নির্দেশক-রচয়িতা হাজির হয়েছেন এক অনুষ্ঠানে। গিয়াস উদ্দীন সেলিম, মাসুদ সেজান, বৃন্দাবন দাস, পান্থ শাহরিয়ার, কৌশিক শংকর দাস, অনিমেষ আইচ, সাগর জাহান এবং শফিকুর রহমান শান্তনু। শামীম শাহেদের উপস্থাপনায় আসন্ন ঈদ উপলক্ষে তৈরি করা হয়েছে অনুষ্ঠানটি। প্রচারিত হবে বাংলাভিশনে। ‘উৎসব আয়োজনে নাটক’ এই শিরোনামের ঈদ আয়োজন নিয়ে আলোচনা করেন নির্দেশক-রচয়িতাগণ। একটি ঈদ এবং পাঁচ শতাধিক নাটক, আমাদের টেলিভিশন মিডিয়ার গন্তব্য কোথায়? এই বিষয়টি অনুধাবনের চেষ্টা করা হয়েছে এই আয়োজনে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রেহেনা রাহা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন