শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদের নাটক ওথেলো সিনন্ড্রম

প্রকাশের সময় : ৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ঈদের জন্য নির্মিত হয়েছে রোমান্টিক কমেডি গল্পের বিশেষ নাটক ‘ওথেলো সিন্ড্রম’। এটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তুনু। পরিচালনা করেছেন সায়েদুজ্জামান মিঠু। অভিনয় ডা. এনাম, রওনক হাসান, সিফাত তাহসিন, ইরফান সাজ্জাদ, জয়নাল ও আরোও অনেকে গল্পে তাহসিনকে দেখা যায় সন্দেহ প্রবণ রোগীর চরিত্রে। তার এই সমস্যার কথা তাহসিন নিজে বা রওনক কেউই জানে না। ভালোবেসে বিয়ে করে রনওক ও তাহসিন। তাদের দাম্পত্য জীবনের বয়স দেড় বছর। তাহসিনের ধারণা অন্য কোন মেয়ের সাথে রনওক এর পরকীয়া সম্পর্ক আছে। সে কারণে রনওককে সন্দেহ করে, কখনো শার্টে পারফিউম এর গন্ধ নিয়ে কখনো বা টিস্যুতে লিপিস্টিকের মার্ক নিয়ে। সবকিছুতেই তার সন্দেহ। রনওক নানাভাবে তাকে বুঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়। একদিন সারপ্রাইজ দেবার জন্য শাড়ি কিনে নিয়ে আসে রনওক কিন্তু এর মধ্যেও ভুল বুঝাবুঝি হয় তাদের মধ্যে। দাম্পত্য জীবনে সন্দেহ আর নানা টানাপড়েন, অন্যদিকে পরস্পরের গভীর ভালবাসা। নাটকটি শুটিং হয়েছে গুলশান, মগবাজারের বিভিন্ন লোকেশনে। নাটকটি শীঘ্রই প্রচার হবে চ্যানেলে-আইতে। নির্মাণ করা হয়েছে টম-ক্রিয়েশন্সের ব্যানারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন