বিনোদন ডেস্ক : ঈদে শপিংয়ের তথ্য দেয়া নিয়ে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন অভিনেত্রী-মডেল সোনিয়া হোসাইন। গাজী টিভির জন্য নির্মিত ‘শপ এ্যান্ড ক্লিক উইথ সোনিয়া’ নামের অনুষ্ঠানটি সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রচার হয়। রমজান মাসজুড়ে প্রতিদিনই একই সময়ে অনুষ্ঠানটি প্রচার হবে। এতে ৩০ দিন ৩০ জন তারকা উপস্থিত থাকবেন। সোনিয়া হোসেইন বলেন, ‘এ ধরনের একটি তথ্যভিত্তিক অনুষ্ঠান করার সুযোগ দেয়ায় কৃতজ্ঞ জিটিভি কর্তৃপক্ষের প্রতি। সেই সঙ্গে আমার দর্শকের কাছে। কারণ তারা আমার উপস্থাপনা পছন্দ করেছেন বলে জিটিভি কর্তৃপক্ষ আমাকে এই অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করেছি অনুষ্ঠানটি ভালোভাবে দর্শকের সামনে তুলে ধরতে। আশাকরি অনুষ্ঠানটি দর্শকের কাছে অনেক ভালো লাগবে।’ এদিকে আসছে ঈদ উপলক্ষে সোনিয়া হোসেইন শেষ করেছেন মাহমুদ দিদারের নির্দেশনায় ‘উড়াল প্রেম’ টেলিফিল্মের কাজ। এতে তার সহশিল্পী হিসেবে আছেন তারিক আনাম খান ও আফরান নিশো। এটি ঈদে মাছরাঙ্গা টিভিতে প্রচার হবে। এছাড়া শেষ করেছেন ‘ডুবসাঁতার’ নামের একটি নাটকের কাজ। তবে শিগগিরই তিনি শুরু করতে যাচ্ছেন আসিফ-ফয়সাল পরিচালিত ‘যাযাবর’ চলচ্চিত্রের কাজ। সোনিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র আলভী আহমেদ পরিচালিত ‘ইউটার্ন’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন