শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদে আসছে অবসকিউরের নতুন অ্যালবাম

প্রকাশের সময় : ৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ব্যান্ড অবসকিউর-এর নতুন অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। ইতোমধ্যে অ্যালবামের দুটি গানের আংশিক প্রকাশ হয়েছে অনলাইনে। গান শেয়ারিংয়ের মাধ্যম সাউন্ডক্লাউডে প্রকাশ হয়েছে এগুলো। গান দুটি হলো ক্র্যাক প্লাটুন ও পরোয়ানা। ব্যান্ডের প্রধান ও গায়ক সাইদ হাসান টিপু জানান, ঈদেই অ্যালবামটি বাজারে আসবে। আশা করছি, রোজার শেষ সপ্তাহে এটি প্রকাশ হবে। এতে আটটি গান থাকছে। এর মধ্যে দুটি গান দেশকে নিয়ে। বাকিগুলোতে চিরচেনা অবসকিউরকে পাওয়া যাবে। তিনি জানান ক্র্যাক প্লাটুন গানটিতে সাত বীরশ্রেষ্ঠকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নতুন এ অ্যালবামের জন্য গান লিখেছেন অমিত গোস্বামী, মোস্তফা মাহমুদ, তানজিল রহমান, আবুল হাসনাৎ মিল্টন ও টিপু নিজেই। অ্যালবামটি বাজারে আনছে সাউন্ডটেক। উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে প্রকাশিত হয়েছিল অবসকিউরের ১০ম অ্যালবাম ‘মাঝরাতে চাঁদ’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন