বিনোদন ডেস্ক : চট্টগ্রামের ষোলশহরে এসএ গ্রæপের নতুন প্রতিষ্ঠান এসএ ওয়ার্ল্ড ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন উপলক্ষে অতিথি হয়ে হাজির হয়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। প্রধান অতিথি হয়ে শোরুমটি উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শোরুম পরিদর্শন করেন এরশাদ। এ সময় তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এসএ গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। এরশাদসহ সবাইকে প্রথমে ষষ্ঠ তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে ছেলেদের জন্য বিশ্বের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের পোশাক রয়েছে। পঞ্চম তলায় শিশুদের বিভিন্ন ধরনের সংগ্রহ রয়েছে। চতুর্থ তলায় রয়েছে নারীদের কাপড়ের সংগ্রহ। বিক্রয় কর্মীরা এ সময় পূর্ণিমাকে একটি গাউন উপহার দিতে চাইলে এরশাদ আগ্রহ নিয়ে এগিয়ে আসেন। বিক্রয় কর্মীদের গাউন দেখাতে বলেন। এ সময় তারা নেভি বøু ও গোল্ডেন কালারের কাপড়ের সংমিশ্রণে তৈরি একটি গাউন দেখান। এরশাদ সেটি পছন্দ করে পূর্ণিমাকে নিতে বলেন। পূর্ণিমাও সেটি গ্রহণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন