বরিশাল মহানগরীতে দিন-দুপুরে তালা ভেঙ্গে ফ্লাট বাড়িতে দুর্ধর্ষ চুরির সাথে জড়িত একটি চক্রের ৮ জনকে পুলিশ গ্রেফতার করেছে। বিএমপি’র কোতোয়ালী থানা পুলিশ গত ২দিন এই গ্রেফতার অভিযান চালায়। গ্রেফ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মূল্যবান সামগ্রী। গত দুদিনে গ্রেফতারকৃতরা হচ্ছে নগরীর ভাটিখানার আনোয়ার হোসেন (২৭), একই এলাকার রিয়াদ (২৫), আমানতগঞ্জের জিতু আহম্মেদ (৪০), নগরীর পলাশপুরের তৌহিদুল ইসলাম (২৮), কাটপট্টি সড়কের মা জুয়েলার্সের মালিক শ্যামল দে (৫৮), ভাটিখানা জোড় মসজিদ এলাকার কবির গাজী (২৫), রনি (১৯) এবং সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের আলিফ (২৪)।
পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে উদ্ধার নগদ ১ লাখ ৪০ হাজার টাকা, মোবাইল, ল্যাপটপ, ট্যাব, ক্যামেরা ও স্বর্নালংকার ১৩ ধরনের বিভিন্ন ইলেক্ট্রনিক পন্য উদ্ধার করা হয়েছে। বিভিন্ন বাসা-বাড়ি থেকে এসব পণ্য চুরি করে দৃর্বৃত্তরা।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান সাংবাদিকদের জানান, এ চক্রটি এসি মেকার, ইলেক্ট্রিশিয়ান, ভ্রাম্যমান কাপড় ব্যবসায়ী এবং কখনও টিভি মেকার সেজে বিভিন্নস্থানের বহুতল ভবনে প্রবেশ করতো। কোন বাসা তালাবদ্ধ দেখলেই মুহূর্তের মধ্যে তালা কেটে ওই বাসায় ঢুকে নগদ টাকা ও সবর্ণালংকার সহ মূল্যবান মালামাল চুরি কওে পালাত।
সম্প্রতি নগরীর একাধিক ফ্লাট বাসায় চুরির পর এ বিষয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেফতারের পর তার দেয়া তথ্য অনুযায়ী অন্যান্যদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ কমিশনার জানান, মা জুয়েলার্সের মালিক শ্যামল দে দুর্বৃত্তদের কাছ থেকে কম দামে চোরাই স্বর্ণলংকার কিনত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন