শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

দিশা পাটানির আচরণে বিরক্ত প্রযোজকরা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

সা¤প্রতিক ‘ভারত’সহ পরপর তিনটি ফিল্মের সাফল্যের পর বলিউড অভিনেত্রীর আহঙ্কার একটু বেশিই বেড়েছে বলেই মনে হয়। এমনিতেই সেটে শুটিংয়ের সময় আহত হয়ে প্রযোজকদের তিনি বেশ কিছুটা বিব্রতকর অবস্থায় ফেলেছেন তার উপর যোগ হয়েছে তার তারকাসুলভ নখরা। জানা গেছে তিনি সেটে আজকাল খুব মেজাজ দেখাচ্ছেন, আর তাতে কাজের ব্যাঘাত ঘটছে। গুজব রটেছে তিনি বেশ কিছুদিন ধরেই সেটে খুব রুক্ষ আচরণ করছেন তাতে কাজ এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে নির্মাতাদের জন্য। এমনি একটি প্রডাকশনের সঙ্গে যুক্ত এক সূত্র বলেছে, “ বেশ কিছুদিন ধরেই দিশা এমন আচরণ করছেন। তিনি দীর্ঘ সময় সেটে থাকেন না আর থাকলেও তিনি নিজের মত করে থাকেন। তার রুক্ষ মেজাজ এবং নির্মাতার নির্দেশ অমান্য করার ধাত প্রযোজকদের বিরক্ত করে মারছে, আর তা নিয়মিতই ঘটছে।” দিশা এখন অনিল কাপুর আর আদিত্য রায় কাপুরের সঙ্গে মোহিত সুরির পরিচালনায় ‘মালাঙ’-এর শুটিংয়ে অংশ নিচ্ছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন