শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

২৫ বছর পূর্তিতে ফিরছে ‘শশ্যাঙ্ক রিডেমশন’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

হলিউডের অন্যতম মডার্ন ক্লাসিক চলচ্চিত্র ‘শশ্যাঙ্ক রিডেমশন’ মুক্তি ২৫ বছর পূর্তিতে এই বছর আবার সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। এন্টারটেইনমেন্ট উইকলি জানিয়েছে এই বছর সেপ্টেম্বরে অস্কার মনোনীত চলচ্চিত্রটি আরেকবার মুক্তি পাবে। বাছাই করা কিছু থিয়েটারে টার্নার ক্লাসিক মুভিজের কিছু এক্সক্লুসিভ ফুটেজসহ ফিল্মটি দেখান শুরু হবে ২২, ২৪ ও ২৫ সেপ্টেম্বর থেকে। স্টিফেন কিংয়ের ১৯৮২ সালে প্রকাশিত উপন্যাসিকা ‘রিটা হেওয়ার্থ অ্যান্ড শশ্যাঙ্ক রিডেমশন’ অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন ফ্র্যাঙ্ক ড্যারাবন্ট। ১৯৯৪তে চলচ্চিত্রটি মুক্তি পেয়ে বক্স অফিসে খুব সুবিধা করতে পারেনি, মাত্র ১৬ মিলিয়ন ডলার আয় করেছিল আর পরের বছর অস্কারে ‘ফরেস্ট গাম্প’-এর সঙ্গে টিকতে পারেনি। তবে, সময়ে ফিল্মটি কাল্ট ক্লাসিকে পরিণত হয়। ‘শশ্যাঙ্ক রিডেমশন’-এর গল্প দুজন কয়েদীর আজীবন বন্ধুত্ব নিয়ে। এর একজন অ্যান্ডি ডুফ্রেইন (টিম রবিন্স) যাকে স্ত্রী ও তার প্রেমিককে হত্যার জন্য ৩০ বছরের কারাদন্ড দেয়া হয়, অন্য জন রেড (মরগ্যান ফ্রিম্যান) যাকে নরহত্যার জন্য যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়। এর মধ্যে অ্যান্ডি কারাগারের দেয়াল ভেঙে পলায়ন করে এবং রেড পেরোলে মুক্তি পেয়ে বন্ধুর সঙ্গে মিলিত হয়। চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র এবং পার্শ্ব অভিনেতাসহ (ফ্রিম্যান) সাতটি অস্কার মনোনয়ন লাভ করলেও একটি বিভাগেও অস্কার লাভে ব্যর্থ হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন