শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদের ধারাবাহিক মামা ভাগ্নের চরিত্র ফুলের মত পবিত্র

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম


ঈদে একুশে টেলিভিশনে প্রচার হবে সাত পর্বের বিশেষ ঈদ ধারাবাহিক নাটক ‘মামা ভাগ্নের চরিত্র ফুলের মত পবিত্র’। নাটকটির মূল গল্প রচনা করেছেন জাহিদ হোসেন শোভন। চিত্রনাট্যে লিখেছেন এম এম দুলাল এবং পরিচালনা করেছেন রাশেদ বিপ্লব। মামা এবং ভাগ্নের বিভিন্ন হাস্যরসত্বক কর্মকাণ্ড ফুটিয়ে তোলা হয়েছে নাটকটিতে। মামার চার বউয়ের সাথে বিভিন্ন সময়ে ভাগ্নের রশিকতা এবং এতে মামার পেরেশানি নিয়ে মূলগল্প এগিয়ে চলছে। মামার চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন এবং ভাগ্নে চরিত্রে অভিনয় করেছেন ইমতু রাতিশ। এছাড়াও এই হাস্যরসাত্বক ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্র লেখা গুহ, মুনিরা মিঠু, অহনা, হুমায়রা হিমু, জামিলসহ আরও অনেকে। ধারাবাহিক নাটকটি ঈদের দিন থেকে ঈদের সপ্তমদিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিটে একুশে টিভিতে প্রচার হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন