পীরগাছায় পানিতে ডুবে নুর ইসলাম (৮০) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে মাষাণকুড়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নুর ইসলামের (কালা) বাড়ি উপজেলার কান্দি ইউনিয়নের কাবিলাপাড়া গ্রামে।
পরিবারের লোকজন জানায়, ১৫ দিন আগে নুর ইসলাম মাষাণকুড়া নদীর কাটলির বিল নামক স্থানে পাট জাগ দিয়ে রাখেন। শনিবার বিকেলে তিনি ওই পাটের আঁশ ছাড়াতে নদীতে যান। এ সময় নদীর পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরে তার লাশ ভেসে উঠলে এলাকাবাসি উদ্ধার করে।
কান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন