শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

একক নাটক হিরো আমিন

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটক হিরো আমিন। নাটকটি রচনা করেছেন প্রভাত আহমেদ। পরিচালনায় সুজন বড়–য়া। অভিনয়ে মীর সাব্বীর, নাদিয়া মীম। এর গল্পে দেখা যাবে, গ্রামের ছেলে আমিনের স্বপ্ন একদিন সিনেমার নায়ক হবে। তাই নিজেকে সবসময় নায়ক মনে করে সে। লোকজন তাকে হিরো আমিন বলে ডাকে। উদ্ভট পোশাক, জুতা, সানগ্লাস পরে সারাদিন ঘুরে বেড়ায়। মটর সাইকেলের ড্রাইভার রেখেছে। বিদেশী জুতায় কাদা লাগবে বলে পলিথিন মুড়িয়ে নিয়েছে। একদিন গ্রামে একটি শুটিং ইউনিট এসেছে লোকেশন দেখার জন্য। দোকানে চা খেতে গিয়ে তাদের সঙ্গে পরিচয় হওয়ার পর আনন্দে আত্মহারা হয়ে ওঠে সে। নিজের বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করে। পরিচালক তাকে নায়ক বানানোর প্রতিশ্রুতি দেয়। এদিকে, তার প্রেমিকা নাদিয়াও চায় নায়িকা হতে। পরিচালকের দৃষ্টি আকর্ষণের জন্য নানা সাজে ঘুরে বেড়ায় সে। পরিচালকের চাহিদা অনুযায়ী বনের ভেতর ঘর খুঁজতে গিয়ে ভয়ঙ্কর এক পরিস্থিতির মুখোমুখি হয় আমিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন