শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গফরগাঁওয়ে জাতীয় শোক দিবস পালিত

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

শোকাবহ পরিবেশের মধ্যে দিয়ে গফরগাঁওয়ে জাতীয় শোক দিবস নানা কর্মসুচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, কালো পতাকা উত্তোলন, কাঙ্গালীভোজ, বিশেষ মোনাজাত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, শোকর‌্যালী ও প্রায় সাড়ে তিনশত স্কুল, কলেজ ও মাদরাসায় দোয়া, কোরআনখানী ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সকালে গফরগাঁও উপজেলা আ.লীগ দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।

প্রধান অতিথি সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। বিশেষ করে এ উপজেলা সকল ক্ষেত্রে উন্নয়ন চলছে। গফরগাঁও উপজেলা চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন বাদল জানান, শোকাবহ পরিবেশের মধ্যে দিয়ে প্রতিটি ওয়ার্ডে নানান কর্মসুচি দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন