রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘ইনশাল্লাহ’র অফার পেয়ে পাঁচ মিনিট লাফিয়েছিলেন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

আর কয়েকদিনের মধ্যে আলিয়া ভাট ‘ইনশাল্লাহ’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেয়া শুরু করবেন। এখন তিনি যেমন মানসিক চাপের মধ্যে আছেন তেমনি পরম রোমাঞ্চ নিয়ে কাজ শুরু করার অপেক্ষায় আছেন। এই প্রথম আলিয়া এপিক নির্মাতা সঞ্জয় লিলা ভানসালির পরিচালনায় সালমান খানের বিপরীতে অভিনয় করছেন। “আমি আসলেই অফারটি পাবার পর লাফালাফি শুরু করেছিলাম। আমি সেসময় দেশে ছিলাম না, অন্য কাজে ব্যস্ত ছিলাম... এই সময় আমার কাছে ফোন আসে। আমি দৌড়ে ঘরের কোনো চলে যাই আর পাঁচ মিনিট ধরে লাফালাফি করতে থাকে, আমি চরমভাবে উল্লসিত হয়ে পড়েছিলাম,” আলিয়া বলেন। মহেশ ভাটের কন্যা আলিয়া বলিউডের সবচেয়ে সম্ভাবনাময় তারকাদের একজন। তার হাত রয়েছে বলিউডের কয়েকটি আলোচিত ফিল্ম। “আমার আসন্ন ফিল্মের মধ্যে ‘সড়ক টু’র কাজ চলছে। ‘ব্রহ্মাস্ত্র’র কাজ শেষের দিকে। আগামী গ্রীষ্মে এটি মুক্তি পাবে। সুতরাং আমার জন্য আগামী বছরটিও রোমাঞ্চকর হবে করণ জানেনই তো প্রথমবারের মত সঞ্জয় লিলা ভানসালির ফিল্মে কাজ করতে যাচ্ছি, সালমানের সঙ্গেও প্রথম বার, রণবীরের (কাপুর) সঙ্গে প্রথমবার কাজ করব। অয়নের সঙ্গে প্রথমবার কাজ করব। অমিতাভ বচ্চন আর আমার বাবার সঙ্গেও প্রথমবারের মত কাজ করছি। সুতরাং আসছে বছরটি আমার জন্য বিশেষ বিশেষ বছর আর আশা করি বছরটি ভাল যাবে,” তিনি বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
আকাশ ১৮ আগস্ট, ২০১৯, ৪:২৯ এএম says : 0
পরিচালক সঞ্জয় লিলা ভানসালি, সহ অভিনেতা সালমান। লাফাবে এটাই তো স্বাভাবিক
Total Reply(0)
বাবুল ১৮ আগস্ট, ২০১৯, ৪:৩০ এএম says : 0
অধিকাংশ হিরোইনই এই সুযোগ পেলে লাফাবে
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন