মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আবারো স্ত্রী মিতুকে উৎসর্গ করে আসিফের গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

ঘটনাটি ২০০৪ সালের। তখন প্রকাশিত হয় আসিফ আকবের ১১তম একক অ্যালবাম ‘তবুও ভালোবাসি’। ১২টি গান দিয়ে সাজানো অ অ্যালবামের ৪ নম্বর ট্র্যাক ‘কোন একদিন যদি চলে যাই, তারাদের চেয়েও আরও দূরে’ গানটি আসিফ উৎসর্গ করেছিলেন তার স্ত্রী মিতুকে। শফিক তুহিনের কথায় গানটির সুর করেছিলেন রাজেশ। ২০০৪ থেকে ২০১৯ প্রায় ১৫ বছর পর আবারো স্ত্রী মিতুকে উৎসর্গ করে গান গাইলেন আসিফ আকবর। গানের শিরোনাম ‘ভালো থাকার জন্য’। আহমেদ রিজভী’র কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন কিশোর দাস। গানটি প্রকাশ করে আর্ব এন্টারটেইনমেন্ট। ‘শুধু একটু ভালো থাকতে চাওয়ার জন্য / তোমার কাছে রোজই ছুটে আসি/ আমার গল্পগুলো তোমায় নিয়ে লেখা/ কেউ না জানুক তোমায় ভালোবাসি’ এমন কথায় স্ত্রীকে নিজের না বলা কথা জানিয়েছেন আসিফ আকবর। আসিফ আকবর জানান, ‘মিতু আর আমি এক আত্মা। আমার দীর্ঘ ক্যারিয়ারে আমাকে গুছিয়ে রেখেছে মিতু। ওকে শুধু ভালোবাসি বললে কম হয়ে যায়। এর থেকে বড় কোন শব্দ যদি প্রেমে থেকে থাকে তাহলে সেটা মিতুর জন্যই প্রযোজ্য। মিতু জানান, ‘আসিফ একটু পাগলাটে। তবে আমি মানিয়ে নিয়েছি। ওর ব্যক্তিত্ব আমাকে বরাবরই মুগ্ধ করে। ওর সব গানই আমার প্রিয়। তবে যে গানটা একান্তই আমাকে নিয়ে করা, সেই গানের প্রতি একটু বেশি মুগ্ধতা থাকে। আমরা ভালো আছি। এভাবেই ভালো থাকতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
মাহিন আদনান ১৯ আগস্ট, ২০১৯, ৪:৫৮ এএম says : 0
শিল্পী মানুষ তো স্ত্রীকে গান উপহার দেবে এটাই স্বাভাবিক। এটা নিয়ে মাতামাতির কিছু নেই।
Total Reply(0)
মোঃ আজহার রুবেল ১৯ আগস্ট, ২০১৯, ৫:০০ এএম says : 0
যার কাছে যেটা আছে সে সেটাই তো উৎসর্গ করবে।
Total Reply(0)
রুদ্র নাহিদ ১৯ আগস্ট, ২০১৯, ৫:০০ এএম says : 0
আমার প্রিয় শিল্পী
Total Reply(0)
তাইজুল ১৯ আগস্ট, ২০১৯, ৫:০০ এএম says : 0
শুনে খুবই ভালো লাগলো
Total Reply(0)
সোয়েব আহমেদ ১৯ আগস্ট, ২০১৯, ৫:০১ এএম says : 0
আসিফের স্ত্রীকে দেখে তো ধার্মিক মনে হচ্ছে।
Total Reply(0)
azad ১৯ আগস্ট, ২০১৯, ৮:১৬ এএম says : 0
bouke utsorga kore koshi khrche, jate onno meyeder sate ovinoye badha na dey.
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন