বিনোদন ডেস্ক : সঙ্গীতশিল্পী হৃদয় খান ইতোমধ্যে একটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। এবার আরেকটি টেলিফিল্মে অভিনয় করলেন। তন্ময় তানসেনের পরিচালনাধীন টেলিফিল্মটির নাম ক্ষরণ। এতে হৃদয় খানের বিপরীতে অভিনয় করছেন তারিন। তারিন বলেন, ‘আমি যে চরিত্রে অভিনয় করছি সেটি খুব স্বাধীনচেতা চরিত্র। যার চিন্তাধারা খুব মডার্ণ। যে কারণে ড্রেস আপে বেশ পরিবর্তন আনতে হয়েছে। এতে চরিত্রের কারণে আমাকে ধুমপান করতে হয়েছে। যা বাস্তব জীবনে কখনোই আমার পক্ষে সম্ভব নয়। আমার চারপাশে যারা আছেন তারা সবাই জানেন যে সিগারেটের ধোঁয়া আমার সহ্যই হয় না। কিন্তু চরিত্রটির জন্যই তা করা। আর তন্ময় তানসেনের নির্দেশনায় এটি আমার প্রথম কাজ। হৃদয়ের সঙ্গে এর আগে স্টেজ শোতে একসাথে গেয়েছি। কিন্তু অভিনয় এবারই প্রথম। আশাকরি ভালো একটি কাজ হবে।’ হৃদয় খান বলেন, ‘তারিন আপুর সঙ্গে এর আগে মঞ্চে কাজ করেছি। অভিনয়ে এবারই প্রথম। তিনি খুব সহযোগিতা পরায়ণ একজন শিল্পী। আর তন্ময় তানসেনের সঙ্গে এটা আমার প্রথম কাজ। তো তাকে আমি এর আগে চাচা বলে ডাকতাম। কিন্তু এই কাজ করতে এসে আমরা এখন ভাই ভাই, এই বিষয়টিও দারুণভাবে উপভোগ করছি।’ ‘দৃক’র ব্যানারে নাটকটি প্রযোজনা করছেন সৈয়দ ইরফান উল্যাহ। আসছে ঈদে চ্যানেল নাইনে প্রচারের লক্ষ্যে টেলিফিল্মটি নির্মিত হচ্ছে বলে তা জানান নির্মাতা তন্ময় তানসেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন