বিনোদন ডেস্ক : ঈদ উপলক্ষে বিটিভিতে প্রচারের জন্যে বাংলা মিডিয়া কমিউনিকেশন প্রযোজনায় নির্মিত হলো নাটক হারিয়ে খুঁজি। নাটকটি রচনা করেছেন মান্নান শফিক ও পরিচালনা হ ম সহিদ্জ্জুামান। নাটকের গল্পে দেখা যায় জনাকীর্ণ এক রেলস্টেশনের প্লাটফর্মে নামতেই অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে শুভ। কিছু লোক ধরাধরি করে আরিফের ফার্মেসিতে রেখে চলে যায়। একা একা আরিফ পড়ে বিপদে। ডাক্তার দেখার পরও তার জ্ঞান ফেরেনি। রাতে কোন উপায় না দেখে আরিফ শুভকে তার বাড়িতে নিয়ে যায়। শুভকে দেখে চমকে ওঠে বন্যা। এভাবে এগিয়ে যায় নাটকের কাহিনী। নাটক সম্পর্কে হিমু বলেন, গল্পটি খুব সুন্দর যেহেতু নাটকটি বিটিভিতে প্রচার হবে আশা করি দর্শকদের ভালো লাগবে। পরিচালক হ ম সহিদ্জ্জুামান জানান, চরিত্র অনুযায়ী সবাই খুব ভালো অভিনয় করেছে। পাশাপাশি আমার এই নাটকে বাঙলা নাট্যদলের বেশ কিছু থিয়েটারের ছেলে-মেয়ে খুব ভালো কাজ করেছে। নাটকটিতে অভিনয় করেছেন শাহেদ, হুমায়রা হিমু, শিরিন আলম, জিল্লুর রহমান, আবিদ আহমেদ, সেলিম বহুরূপী, নাসির আহমেদ, মজিবুর রহমান মিয়াজি, কায়েস আহমেদ, সুবর্না মীর, রাজু হোসেন, মিজান রহমান, পলাশ মোহাম্মদ, শামিম চৌধুরী প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন