বিনোদন ডেস্ক : নিশো তার অফিসের ব্যস্ততার কারণে স্ত্রী প্রীতিকে তেমন একটা সময় দিতে পারে না। প্রীতি সারা সপ্তাহ ধরে অপেক্ষা করে নিশোর ছুটির দিন কখন আসবে আর তারা একটু বাইরে বেড়াতে যাবে। কিন্তু ছুটির দিনেও অফিসের কাজে ব্যস্ত থাকে নিশো। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একদিন প্রীতি রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। নিশো তাকে কোথাও খুঁজে পায় না। আশাহত হয়ে বাসায় ফিরে যায় সে। ফিরে দেখে প্রীতি অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে টেবিলে একটা কেক নিয়ে বসে আছে। সেদিন ছিলো নিশোর জন্মদিন। প্রীতির এমন সারপ্রাইজে অভিভূত হয় নিশো। নিজের ভুলের জন্য প্রীতির কাছে দুঃখ প্রকাশ করে- এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আই অ্যাম সরি’। ওয়াসিম সিতারের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো, সানজিদা প্রীতি প্রমুখ। আজ ১০ জুন, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন