বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে অস্বীকৃতি জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে মিয়ানমারের স্থানীয় গণমাধ্যম।
মিয়ানমারের জনপ্রিয় পত্রিকা ইরাওয়াদির এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের গ্রহণে সব ধরনের প্রস্তুতি নিলেও বাংলাদেশ থেকে একজন রোহিঙ্গাও নির্ধারিত দিনে ফিরে আসেনি। বরং তারা মিয়ানমারে ফিরতে অস্বীকৃতি জানিয়েছে।
এক বছর আগে প্রত্যাবাসন পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর দুই সরকারের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের পাঠানো তালিকা থেকে ৩ হাজার ৪৫০ জনকে রাখাইনের অধিবাসী হিসাবে চিহ্নিত করে তাদের ফেরত নিতে রাজি হওয়ার কথা জানায় মিয়ানমার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন