নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন রোহিঙ্গা নেতারা।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে ২৬টি দেশের সামরিক প্রতিনিধিদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তাদের একথা জানান রোহিঙ্গা নেতারা। সকাল ১১টায় সামরিক প্রতিনিধিরা ক্যাম্প-৪ এক্সটেনশন এ এক আলোচনা সভায় অংশ নেন।
সেখানে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার রোহিঙ্গাদের ভাসানচর স্থানান্তর, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের অবস্থা সহ নানা বিষয়ে আলোচনা করেন।
সভায় আইএসসিজি’র উপদেষ্টা ক্যাম্পে রোহিঙ্গাদের সেবাদানকারী জাতিসংঘের ৯টি সংস্থার কার্যক্রম বিষয়ে অবগত করেন।
আলোচনা সভা শেষে প্রতিনিধিদল রোহিঙ্গা নেতাদের সাথে কথা বলেন। এসময় রোহিঙ্গা নেতারা নিজ দেশ মিয়ানমার ফিরে যেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন। পরে প্রতিনিধিদল রয়েল টিউলিপের উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন