পঞ্চগড়ের দেবীগঞ্জে তিস্তা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো- আবদুল্লাহ (৯) ও শাওন (৬)। তারা একে অপরের মামাতো-ফুপাতো ভাই।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের চিলাহাটিপাড়া এলাকায় তিস্তা নদীর সেতুসংলগ্ন এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।
এর আগে বিকাল সাড়ে পাঁচটার দিকে তিস্তা নদীর সেতুর পাড়ে গোসল করতে নেমে ওই দুই শিশু নিখোঁজ হয়। শিশু আবদুল্লাহ দেবীগঞ্জ উপজেলা শহরের সবুজপাড়া এলাকার উমর ফারুকের ছেলে এবং শাওন একই উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের চিলাহাটিপাড়া এলাকার অলিউল ইসলামের ছেলে।
জানা গেছে, আবদুল্লাহ শুক্রবার তার মামাবাড়ি যায়। বিকালে হঠাৎ করেই আবদুল্লাহ ও তার মামাতো ভাই শাওনকে খুঁজে পাচ্ছিল না তাদের পরিবারের লোকজন।
পরে তিস্তা নদীর সেতুর পাশে ওই শিশু দুটির কাপড় ও জুতা দেখতে পেয়ে তারা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছে বলে ধারণা করে পরিবারের সদস্যরা। পরে স্থানীয় লোকজন নদীতে অনেক খোঁজাখুঁজির পর নীলফামারী জেলার ডোমার ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয় লোকজন।
সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে নদীতে খোঁজার পরও শিশু দুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাত ১২টার দিকে বড় জাল নিয়ে এসে নদীতে আবারও শিশু দুটিকে খুঁজতে শুরু করে স্থানীয় লোকজন। পরে রাত সাড়ে ১২টার দিকে নদীর গভীর অঞ্চল থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন