শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মির্জাপুরে পেপার লেস পরিবার-পরিকল্পনা কার্যক্রম পরিদর্শন মহাপরিচালকের

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৯, ২:৫৭ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পেপার লেস পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিদর্শন করেছেন অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ. খ. ম মহিউল ইসলাম।
শনিবার তিনি মির্জাপুর উপজেলা সদরের অবস্থিত ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র পরিদর্শন করেন। সকাল সাড়ে নয়টায় তিনি ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রে পৌঁছালে তাকে স্বাগত জানান মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুর রহমান, ডা. বর্ণালী দাস প্রমুখ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন এমআইএফ এর পরিচালক মনোজ কুমার রায়, সাবেক সিনিয়র সচিব মো. হুমায়ূন কবীর, পরিবার পরিকল্পানা অধিদপ্তরে টাঙ্গাইল জেলা উপ পরিচালক লুৎফুল কিবরিয়া।

মহাপরিচালক কাজী আ. খ. ম মহিউল ইসলাম উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের চিকিৎসক, পরিদর্শক ও সহকারী পরিদর্শকদের নিয়ে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি সকলকে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনার লক্ষে একযোগে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। সভায় মির্জাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা অফিসের পেপার লেস কার্যাক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন