গাজীপুরে বাসচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনার পর বাসে আগুন দিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। নিহত খাইরুল ইসলাম স্থানীয় কারখানার শ্রমিক। গতকাল রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দ্রুতগতির একটি বাসের চাপায় মারা যান খায়রুল ইসলাম। এ দুর্ঘটনার জের ধরে মহাসড়কে আধাঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বাসন থানার ওসি একেএম কাওসার চৌধুরী জানান, ঢাকাগামী অনাবিল পরিবহনের একটি বাস খায়রুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বলাকা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে এবং বেশকিছু যানবাহনে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
বাসে আগুন ও যানবাহন ভাঙচুর করার কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বাসের আগুন নেভানোর পর রাত পৌনে ১১টার দিকে পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন