শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাগুরায় হাসপাতালের টয়লেট থেকে নবজাতকের লাশ উদ্ধার

মাগুরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৯, ৩:৫০ পিএম

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের টয়লেট থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে হাসপাতালের পুরনো ভবনের দ্বিতীয় তলার একটি টয়লেট থেকে লাশটি উদ্ধার করা হয়।


ওই ওয়ার্ডে কর্মরত নার্সদের সাথে কথা বলে জানা যায়, সকাল আটটার কিছু সময় পরে এক রোগীর স্বজন প্রথমে টয়লেটে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখেন। টয়লেটের ময়লার ড্রামে পড়ে ছিল নবজাতকটি।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক বিকাশ কুমার শিকদার জানিয়েছেন, নবজাতকটিকে কে বা কাহারা ফেলে রেখে গেছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। পরে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানিয়েছেন, নবজাতকটির পরিচয় জানা যায়নি। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আর প্রক্রিয়া অনুযায়ী লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামে হস্তান্তর করা হয়েছে দাফনের জন্য।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন