দীপিকা পাডুকোন ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স’ সিকুয়েলের কাজ শেষ করেছেন। সেখান থেকে তিনি সরাসরি মুম্বাই না ফিরে বুদাপেস্ট গিয়েছিলেন পরিচালক হিসেবে তার বন্ধু দীনেশ বিজনের অভিষেক চলচ্চিত্র ‘রাবতা’র একটি আইটেম দৃশ্যে পারফর্ম করার জন্য।
মুম্বাই ফিরে এখন তিনি আগামীতে কোন চলচ্চিত্রে কাজ শুরু করবেন সেই সিদ্ধান্ত নিচ্ছেন। এখন তার সামনে আছে দুটি চলচ্চিত্র- একটি সঞ্জয় লিলা ভানসালির পরিচালনায় ‘পদ্মাবতী’ আর অন্যটি শাহরুখ খানের বিপরীতে আনান্দ এল. রাইয়ের পরিচালনায় অনির্ধারিত নামের চলচ্চিত্র। এর মধ্যে থেকে দীপিকা একটিকেই বেছে নিতে পারবেন করণ দুটির শুটিংয়ের তারিখ একই সময় পড়বে।
জানা গেছে অভিনেত্রীটি এখন এক ভীষণ দ্বিধার মধ্যে আছেন।
সূত্র বলেছে, “ভানসালির আর শাহরুখের বিপরীতে আনান্দ রাইয়ের চলচ্চিত্রের দুটিই খুব আকর্ষণীয়, দুটিতেই দীপিকার ভূমিকা অসাধারণ। তবে দুটির শুটিংয়ের ডেট সাংঘর্ষিক। দীপিকা শুধু একটিকেই সায় দিতে পারবেন।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন