জি টিভির জনপ্রিয় সিরিয়াল ‘এক থা রাজা এক থি রানি’তে কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন দ্রাশটি ধামি এবং সিদ্ধান্ত কারনিক। তবে এখন আর তারা এই ভূমিকায় থাকছেন না। কাহিনী এক প্রজন্ম এগিয়ে যাবার কারণে চরিত্রের গুরুত্বে পরিবর্তন এসেছে।
দ্রাশটি ধামি এতে রানি গায়ত্রী আর সাবিত্রীর ভূমিকায় অভিনয় করতেন। তিনি মায়ের ভূমিকায় অভিনয়ে রাজি নন বলে শোটি ছেড়ে দিয়েছেন। এর পর থেকে প্রডাকশন হন্যে হয়ে সিরিয়ালটির জন্য নতুন রাজা আর রানি খোঁজা শুরু করে। সর্বশেষ জানা গেছে সর্তাজ গিল সিরিয়ালটিতে এখন থেকে রাজার ভূমিকায় অভিনয় করবেন। আর রানির ভূমিকায় অভিনয় করবেন ঈশা সিং।
ঈশা সিংকে এর আগে ‘ইশক কা রঙ সফেদ’ সিরিয়ালে দেখা গেছে, তিনি সিরিয়ালটিতে দানি বিপ্লব ত্রিপাঠীর ভূমিকায় অভিনয় করতেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন